মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদ: ফ্রান্সে রষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ও ফ্রান্সের পণ্য জাতীয়ভাবে বয়কটের দাবিতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নারায়নপুর আল জামিয়াতুর রহমানিয়া মাদ্রাসার মহতামিম মুফতী আবিদ আল হাসানের উদ্যোগে বিােভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার নারায়নপুর আল জামিয়াতুর রহমানিয়া মাদ্রাসা মাঠ থেকে বিক্ষভ মিছিলটি বের হয়ে পার্শবর্তি নগরকান্দা উপজেলার চাঁদহাট বাজার ঘুরে এসে মুকসুদপুরের রাজার বাজারে এশে শেষ হয়। সমাবেশে আল জামিয়াতুর রহমানিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মাদ্রাসার নাইমে মহতামিম মাওলানা সিহাব উদ্দিন, সাংবাদিক হুসাইন আহমদ কবির, মাওলানা আলী আহম্মেদসহ অন্যন্যরা। বিক্ষভ মিছিলে উপস্থিত ছিলেন, মো: জাহিদ মাতুব্বর, হুমায়ন কবির, হিমায়েত হোসেন রিজু বিশ্বাস, কৃষকলীগ নেতা হাফেজ মিজানুর রহমান নান্নু মোল্যা, আরজু মুল্লিক, হাফেজ গোলাম মস্তোফা, জাহাঙ্গির তালুকদার, ইউপি সদস্য চাঁন মিয়া, কবির মৃধা, ছাত্রলীগ নেতা নাদিম মোল্যাসহ এলাকার কয়েকশ ইসলাম প্রিয় তৌহিদি জনতা বিােভ মিছিল ও সমাবেশ অংশগ্রহন করেন।
মিছিলে মহানবী (স:) কে অবমাননা কারীদের ফাঁসির দাবীতে স্লোগান ও নানা প্লেকার্ড প্রদর্শন করা হয়। বিােভ মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করে নারায়নপুর রাজার বাজারে গিয়ে সমাবেশ শেষে মুনাজাতের মাধ্যমে শেষ হয়।