বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন

দাকোপে দুর্যোগ ঝঁকিহ্রাস নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দাকোপে দুর্যোগ ঝঁকিহ্রাস নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দাকোপ (খুলনা) প্রতিনিধি:
দাকোপে দুর্যোগ ঝঁকিহ্রাস নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৯ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএস এ আইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম “নবযাত্রা” দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও বিশ্ব খাদ্য সাহায্য সংস্থার(ডঋচ) অর্থায়নে দুর্যোগ ঝঁকিহ্রাস নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদ । কর্মশালাটি বিশ্ব খাদ্য সাহায্য সংস্থার প্রোগাম এ্যাসোসিয়েট সুমন ঘোষ পরিচালনা করেন। এ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান গৗরপদ বাছাড়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাদের শেখ, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী।

কর্মশালায় উপস্থিত ছিলেন যুবউন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জিও, এনজিওর প্রতিনিধি সহ উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ। কর্মশালায় কিভাবে দুর্যোগের ঝঁকিহ্রাস করা যায় সে সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com