শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার ৬ নং টেংরাখোলা ওয়ার্ডের শূন্য কাউন্সিলর পদে উপ নির্বাচন আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে কমিশন।
এ লক্ষ্যে মুকসুদপুর পৌরসভার ৬ নং সাধারন ওয়ার্ড (টেংরাখোলা) কাউন্সিলর শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাচেন উদ্দিন বাংলার নয়নকে জানান, পৌরসভার ৬ নং টেংরাখোলা ওয়ার্ডের উপ নির্বাচনে কাউন্সিলর প্রার্থীরা রিটার্নিং অফিসারের বরাবর মনোনয়ন পত্র দাখিল করতে হবে। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২০। মনোনয়ন পত্র বাছাই ১৭ নভেম্বর, মনোনয়ন প্রত্যাহারের তারিখ ২৩ নভেম্বর। ভোট গ্রহনের তারিখ ১০ ডিসেম্বর ২০২০।
উপ-নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচন অফিসে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন।
উলেখ্য, মুকসুদপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলী আহম্মদ খোকা মোল্যার মৃত্যুতে এ ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূন্য হয়।