মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন
শফিকুল খান জনি, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
১৯৮৪ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর জেলার নগরকান্দা প্রেসক্লাবের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ই নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবের সভাকক্ষে সভাপতি বোরহান আনিস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল হুদা হুদু, প্রতিষ্ঠাতা সম্পাদক ও দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক প্রকাশক মাহবুব আহাদ, দৈনিক খবরপত্র প্রতিনিধি বেলায়েত হোসেন লিটন, সময়ের আলো প্রতিনিধি মিজানুর রহমান মোল্লা, দৈনিক জনতা প্রতিনিধি মিজানুর রহমান, যায়যায়দিন প্রতিনিধি মাহফুজুর রহমান, মোহনা টিভি প্রতিনিধি মঈদুল ইসলাম লিখন, আনন্দ টিভি প্রতিনিধি মনিরুজ্জামান তুহিন, কোয়ালিটি টিভি বাংলা প্রতিনিধি শফিকুল খান জনি, ইয়াসিন মিয়া, জাকির হোসেন, মিজানুল হক কনক।
পরে নৈশভোজের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত আহসান মাহমুদ রাসেল, থানা অফিসার ইনচার্জ শেখ মোঃ সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির প্রমুখ।