শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
চরভদ্রাসন, ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসনে মাস্ক না পরায় ও হেলমেট না থাকায় ১৫শ’ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ২৪ নভেম্বর সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্তরের প্রধান সড়কে ও সদর বাজারের বড় ব্রীজের ঢালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, পেশকার মোঃ সাদ্দাম হোসেন সহ এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হেলমেট না থাকায় এবং স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক না পরায় পথচারীদের দুইজন এবং মোটর বাইক চালিত তিন জন মোট পাঁচজনের কাছ থেকে ১৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা বলেন, সাধারণ জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক ব্যবহার নিশ্চিত করতে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এছারা বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সর্বসাধারণের মাস্ক পরিধান নিশ্চিত করতে প্রশাসন মাঠে থাকবে বলেও জানান তিনি।