মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলায় মুকসুদপুরের কাশালিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলায় মুকসুদপুরের কাশালিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ

শহিদুল ইসলাম:
গোপালগঞ্জের মুকসুদপুরের কাশালিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা এবং জঙ্গিবাদ, মৌলবাদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

আজ বুধবার বিকালে মুকসুদপুর উপজেলার কাশালিয়া নতুন বাজার এলাকায় কাশালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ৪শতাধিক নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন।

কাশালিয়া ইউনিয়ন আওয়মীলীগের সাবেক সহ-সভাপতি গনজর আলী খাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,

মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও কাশলিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মিয়া, উপজেলা আওয়ামীলীগের সদস্য বাবুল আকতার খাঁন, উপজেলা আওয়ামীলীগের সদস্য বীব মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্যা, কাশালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অনুপ বিশ্বাস, সাধারন সম্পাদক আসাদুজ্জামান শেখ নাসির।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি রওশন আলী সিকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক হানিফ খাঁন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ফরহাদ মল্লিক, ইউনিয়ন যুবলীগ সভাপতি ফকির মিরাজ আলী শেখ, যুবলীগের সাধারন সম্পাদক সোহেল মৃধা, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক দিনেশ অধিকারী,

দিপংকর বিশ্বাস, ইয়াকুব আলী শেখ, আবু সুফিয়ান মৃধা, সুজন টিকাদার, মিজানুর ফকিরসহ ইউনিয়ন আওয়ামীলীগের অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা স্বাধীনতা বিরোধী ঘাতক পাকিস্তানি দালাল জঙ্গিবাদ মৌলবাদ গোষ্ঠী রাতের আঁধারে কুষ্টিয়ায় ৫ রাস্তার মোড়ে নির্মানাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com