শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
শহিদুল ইসলাম:
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে “ জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান ” এই শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি কর্মকর্তা/কর্মচারী ফোরাম র্যালী আলোচনা সভা করেছে।
আজ শনিবার সকালে মুকসুদপুর উপজেলা সরকারি কর্মকর্তা/কর্মচারী ফোরামের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেষ করে।
পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাজ্ঞাপন করে। সমাবেশ শেষে উপজেলা ফারুক খান মিলনায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে ওই সভায় উপজেলা স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, পুলিশ বিভাগ, পবিরবার পরিকল্পনা বিভাগ, কৃষি বিভাগসহ মাঠ পর্যায়ের ৩শতাধিক কর্মকর্তা কর্মচারির উপস্থিতিতে ওই সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ভুমি আসমত হোসেন,
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া, উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত, কৃষিবিদ মনিরুজ্জামান, শহীদুল ইসলাম, কৃষিবিদ খায়রুল ইসলাম,
ডাঃ সচীন কুমার বিশ্বাস, বাসস জেলা প্রতিনিধি হায়দার হোসেন, যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান প্রমুখ।