শনিবার, ০৪ মে ২০২৪, ০২:১৮ অপরাহ্ন

মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

তারিকুল ইসলামঃ
যথাযোগ্য মর্যাদায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির গৌরবোজ্জ্বল বিজয়ের ৫০তম দিবস উদ্যাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়।
মুকসুদপুরে বিজয়দিনে কর্মসূচির মধ্যে তোপধ্বনি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল অনুষ্ঠান অন্যতম। উপজেলা পরিষদসহ রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন সমন্বিত ও নিজস্ব কর্মসূচিতে দিবসটি পালন করেছে।
সকাল ৭টায় উপজেলা পরিষদ শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, মুকসুদপুর থানা, উপজেলা ভুমি অফিস, মুক্তিযোদ্ধা কমান্ড, পৌর আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠন, বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে। পরে মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তলন করা হয়।
এসময় মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া, পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক কানতারা কে খান, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস অফিসার খায়রুল ইসলাম পাভেল, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নজরুল ইসলামসহ মুক্তিযোদ্ধা, আওয়ামী নেতা কর্মী, সরকারী কর্মকর্তাচারীসহ বিভিন্ন সঙ্গঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com