শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্প

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্প

গোপালগঞ্জ সংবাদদাতা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে আজ গোপালগঞ্জে বিনমূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্প আয়োজন করে মতুয়া রক্তদান কমিটি।

কমিটির সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি সঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মিহির বালা, গোপালগঞ্জ হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুবল চন্দ্র রায়, গোপালগঞ্জ ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক অমর রায় ও সংগঠনের সদস্য পংকজ রায় বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ বুকের তাজা রক্ত দিয়ে এদেশের স্বাধীনতা অর্জন করেছে। তাদের এই মহান আত্মত্যাগের প্রতি সম্মন রেখে মানুষের জীবন বাঁচাতে প্রত্যেকেরই প্রয়োজনীয় সময়ে রক্ত দান করা উচিৎ।

বক্তারা আরো বলেন, প্রত্যেক ব্যক্তিরই নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরী। এতে বিভিন্ন সময়ে নানা গুরুত্বপূর্ণ সময়ে রক্ত দেয়া বা নেয়ার বিষয়টি সহজ হয়।

পরে মোমবাতি প্রজ্জলন করে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্পের উদ্বোধন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com