শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ শুরু হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে এগারোটায় মুকসুদপুর উপজেলার ঐতিহ্যবাহী সাবের মিয়া জসিমউদ্দীন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল কুমার মন্ডল এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌরসভার মেয়র এ্যাডঃ আতিকুর রহমান মিয়া, উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ শাহাদৎ মোল্যা, সাংবাদিক হায়দার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান মোল্যা, বাংলার নয়ন পত্রিকার নির্বাহী সম্পাদক তারিকুল ইসলাম, গন্যমান্য ব্যক্তিবর্গসহ অভিভাবকবৃন্দ।
এছাড়া উপজেলার সরকারি-বেসরকারি মাধ্যামিক ও প্রাথমিক বিদ্যালয়, কারিগরি বিদ্যালয় ও মাদ্রাসায় পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন করা হয়েছে।
মুকসুদপুর উপজেলায় ২০২১ শিক্ষাবর্ষে ৩৬ হাজার ৩ শত ২ জন ছাত্র/ছাত্রীদের মাঝে ৪ লাখ ৮৯ হাজার পাঠ্যপুস্তক বিতরণ করা হবে বলে জানা গেছে।