শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
৫ মাস বেতন না পেয়ে কষ্টে কাশিয়ানীর ৩৭ স্বাস্থ্যকর্মী কোটালিপাড়ায় দীর্ঘদিন বিদ্যালয়ে না গিয়েই স্মৃতি রানী নিচ্ছেন বেতন থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে – স্বরাষ্ট্র উপদেষ্টা কপ২৯-এ জলবায়ু ন্যায়বিচার এবং প্রাক-২০৩০ উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য অর্জনের আহ্বান সমকাল’র নির্ভীক সাংবাদিক গৌতম দাসের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী বরিশালকে পুনরায় শস্যভান্ডারে রূপান্তর করা হবে- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা কাশিয়ানী নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ‘হয়রানীর’ অভিযোগ ফরিদপুরে ১৪৪ ধারা লঙ্ঘন করে বিধবার জমি দখলের অভিযোগ মাদক না ব্যাংক ঋণ খেলাপি মামলার সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার মুকসুদপুরের দিগনগরে ২ পক্ষের সংঘর্ষে আহত ৫০, বাড়িঘর লুটপাট-ভাঙচুর
দাকোপে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন আশীষ সভাপতি, পীযুষ সম্পাদক নির্বাচিত

দাকোপে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন আশীষ সভাপতি, পীযুষ সম্পাদক নির্বাচিত

জিএম, আজম, দাকোপ (খুলনা) প্রতিনিধি:
দাকোপে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি বার্ষিক নির্বাচনে আশীষ মন্ডল সভাপতি এবং পীযুষ মজুমদার সাধারণ সম্পাদক নির্বাচীত হয়েছে। নির্বাচনে ৫ পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচীত।

শুক্রবার (৮ জানুয়ারী) সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ভবনে একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ৬৫৮ ভোটারের মধ্যে ৬৫০ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতাকারী ৪ প্রার্থীর মধ্যে আশীষ কুমার মন্ডল ২১৬ ভোট পেয়ে নির্বাচীত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি তপন কুমার সরদার পেয়েছেন ১৯৬ ভোট। সাধারণ সম্পাদক পদে ৪ জনের মধ্যে পীযুষ কান্তি মজুমদার ২৬১ ভোট পেয়ে নির্বাচীত হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দি দেবাশীষ রায় পেয়েছেন ১৯৫ ভোট। সহসভাপতি পদে ৭ জনের মধ্যে নির্বাচীত ৫ জন হলেন অজয় কুমার রায় ৪৩৪, নিহার রঞ্জন রায় ৪১০, মহিবুর রহমান শেখ ৪১০, চিন্ময় বিশ্বাস ৪০০ এবং অচিন্ত্য কুমার হালদার ৩৯৯ ভোট পেয়ে নির্বাচীত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে বিদ্যুৎ কবিরাজ ৩৯১ ভোট পেয়ে নির্বাচীত। নিকটতম প্রতিদ্বন্দি অশোক কুমার মন্ডল পেয়েছন ২৪৯ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে নীহার রায় ৪১৩ ভোট পেয়ে নির্বাচীত, নিকটতম প্রার্থী রমজান আলী সানা পেয়েছেন ২২৭ ভোট। মহিলা বিষয়ক সম্পাদক পদে কনিকা মন্ডল ৪০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচীতরা হলেন সমাজ কল্যাণ সম্পাদক জি এম কাইয়ুম হাসেন ডালিম, অর্থ সম্পাদক হিমাংকর বর্মন, ক্রীড়া সম্পাদক দেবাশিষ রায়, সাহিত্য সম্পাদক ভবতোষ মন্ডল এবং প্রচার সম্পাদক পদে বিপ্রদাস মন্ডল। নির্বাচনে কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন প্রশান্ত কুমার মন্ডল, মানিক চন্দ্র গাইন, অশোক গাইন, মহাদেব রায় এবং প্রকাশ বিশ্বাস। এ ছাড়া প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রদীপ কুমার সাহা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com