শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে শীতের বিকেলে পিঠা প্রেমিদের উপচে পড়া ভিড় গোপালগঞ্জে তারেক রহমানের ৩১দফার লিফলেট বিতরণ ৫ মাস বেতন না পেয়ে কষ্টে কাশিয়ানীর ৩৭ স্বাস্থ্যকর্মী কোটালিপাড়ায় দীর্ঘদিন বিদ্যালয়ে না গিয়েই স্মৃতি রানী নিচ্ছেন বেতন থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে – স্বরাষ্ট্র উপদেষ্টা কপ২৯-এ জলবায়ু ন্যায়বিচার এবং প্রাক-২০৩০ উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য অর্জনের আহ্বান সমকাল’র নির্ভীক সাংবাদিক গৌতম দাসের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী বরিশালকে পুনরায় শস্যভান্ডারে রূপান্তর করা হবে- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা কাশিয়ানী নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ‘হয়রানীর’ অভিযোগ ফরিদপুরে ১৪৪ ধারা লঙ্ঘন করে বিধবার জমি দখলের অভিযোগ
দাকোপে গৃহহীন ১৪০ পরিবারের ঘর প্রদান

দাকোপে গৃহহীন ১৪০ পরিবারের ঘর প্রদান

ai

দাকোপ (খুলনা) প্রতিনিধি:
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে জাতীয় কর্মসূচীর অংশ হিসাবে দাকোপে ভূমিহীন ও গৃহহীন ১৪০ পরিবারের মাঝে দলিলসহ ঘর হস্তান্তর করা হয়েছে।

শনিবার সকালে দাকোপ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিটিভির পরিবেশনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। আশ্রয়ণ-২ প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় দূর্যোগ সহনীয় গৃহনির্মান কর্মসূচীর অংশ হিসাবে ভূমি মন্ত্রনালয় এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের তত্বাবধানে প্রতিটি পরিবারের জন্য ২ শতক জমি বরাদ্দে পাকা ভবন নির্মান করে দলিল এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ ঘরের চাবি উপকার ভোগীদের হাতে তুলে দেওয়া হয়। দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন,

উপজেলঅ সহকারী কমিশনার ভূমি মোঃ মর্তুজা খান, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়. মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, ইউপি চেয়ারম্যান রনজিত মন্ডল, সুদেব রায়, পঞ্চানন মন্ডল, সাবেক অধ্যক্ষ আব্দুল্লাহ ফকির, চালনা এম এম কলেজ অধ্যক্ষ অসীম কুমার থান্দার, দাকোপ প্রেসক্লাব সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, উপকারভোগী বিরেন্দ্রনাথ ঢালী, ফাতেমা বেগম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বাজুয়া, বানীশান্তা, তিলডাঙ্গা এবং পানখালী ইউনিয়নের গৃহহীন ১৪০ পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com