মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ অপরাহ্ন
জিএম, আজম, দাকোপ (খুলনা) প্রতিনিধি:
খুলনার দাকোপে ১১ কেজি হরিণের মাংসসহ দুই ব্যাক্তিকে আটক করেছেন থানা পুলিশ। এঘটনায় ওই ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে গেছে, সোমবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার রায়ের নেতৃত্বে এস আই হালিম, এস আই হাফিজ, এ এস আই আবুল হাসানসহ একটি টিম উপজেলার পানখালী এলাকায় অভিযান চালিয়ে মাসুদের দোকানের সামনে রাস্তার উপর থেকে চিত্রল হরিণের মাংস ও মটর সাইকেলসহ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করেন।
আটক ব্যক্তিরা হলেন খুলনা খানজাহান আলী থানার আটরা পাল পাড়া এলাকার খান গোলজার আহম্মেদের ছেলে খান মুজিবুল সুলতান (৩৩) ও ফরিদপুর জেলার পিচনাইল থানার সালতী এলাকার আয়নাল ফকিরের ছেলে মোঃ টিটু হোসেন (২৪)।
থানা অফিসার ইনচার্জ সেখ সেকেন্দার আলী বলেন আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনের ২৬(ক)চধারা তৎসহ২০১২ বন্যপ্রানী সংরক্ষন ও নিরাপত্তা আইনের ৩৭/৪১ ধারামতে থানায় ১৩ নম্বর মামলা দায়েরের পর ২৬/০১/২১ তারিখে জেল হাজতে পাঠানো হয়েছে।