শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদ:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার টেকেরহাট উত্তরপাড়ে ফরিদপুর মিষ্টান্ন ভান্ডার উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার দুপুরে কালাম ব্যাপারী কমপ্লেক্সে ফরিদপুর মিষ্টান্ন ভান্ডার নামে ঐতিহ্যবাহী মিষ্টির দোকানের উদ্বোধন করেন টেকেরহাট উত্তরপাড় ডালমিল ব্যাবসায়ী সমিতির সভাপতি ও কমপ্লেক্সের মালিক আবুল কালাম ব্যাপারী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সাইদুর রহমান টুটুল, সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম, সাংবাদিক খোন্দকার বেলায়েত, সুভাষ বিশ্বাস, ইউপি সদস্য ইকবাল শেখসহ স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফরিদপুর মিষ্টান্ন ভান্ডারের কর্নধার সুভাষ বিশ্বাস জানান, আমার দোকান দক্ষিন বঙ্গের সুনাম খ্যাত, টেকেরহাট উত্তরপাড় বন্দরে হওয়ায় এখান থেকে বিভিন্ন জেলার কর্মরত শ্রেণীর পেশার মানুষ মিষ্টি জাত দ্রব্য ক্রয় করে থাকেন, এখানে মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টি ক্রয়ে বিশেষ ছাড় রয়েছে।