রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৩ নং মোচনা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার ধোপাকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ নং ওয়ার্ডের এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মোচনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মোল্যা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা শ্রমিক লীগ সভাপতি হিরু আলী মীর, মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মোল্যা, সাবেক সাধারণ সম্পাদক বতু শিকদার, আওয়ামী লীগ নেতা ওবায়দুর রহমান লিটন, মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক শহিদুল ইসলাম,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ মোল্যা প্রমুখ।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আলী হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগির কবির, নজরুল ইসলাম রজো, জাহাঙ্গীর মোল্যা, তোফাজ্জেল হোসেন, জাকারিয়া মজুমদার, মানিক মোল্যা, ওদুদ মোল্যা প্রমুখ।
মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্যোগে পরিচিতি ও আলোচনা সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা কামরুজ্জামার টুলটু।