রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন কয়েক মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। সকল ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপের গতি ক্রমেই বাড়ছে। ব্যাপক গণসংযোগে এখনই পুরোদমে নির্বাচনী হাওয়া বইছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সকল ইউনিয়নে।১৩নং মোচনা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য বেশকিছু সম্ভাব্য প্রার্থী এখন মাঠ চষে বেড়াচ্ছেন।তার মধ্যে অন্যতম একজন বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ অনুসারি মুকসুদপুর উপজেলা শ্রমিক লীগ সভাপতি হিরু আলী মীর। মোচনা ইউনিয়নের হীরু আলী মীরের নামটি উচ্চারিত হলেই মনের পর্দায় ভেসে ওঠে একজন সহজ সরল সাদা মনের মানুষের হাস্যোজ্জল মুখ। নেই বিত্তের অহংঙ্কার, সাধারণ মানুষের সঙ্গে যার হৃদয়ের সম্পর্ক। এলাকায় দানবীর নামে খ্যাত হিরু আলী মীর উপজেলার মোচনা ইউনিয়নের ধোপাদী গ্রামের মৃতঃ হাজী ছরোয়ার আলী মীরের সন্তান। পৈত্রিক সম্পদের পাশাপাশি নিজ চেষ্টায় ব্যবসার মাধ্যমে বেশ আর্থিক উন্নয়ন করতে সমর্থ হয়েছেন।
একান্ত আলাপচারিতায় তিনি জানান,পারিবারিকভাবে তারা জাতির জনক তথা আওয়ামী লীগের অনুসারী। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার ব্যাপক উন্নয়নে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাড়িয়েছে। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি সাধারণ মানুষের জন্য কিছু করে থাকেন,কিন্তু ব্যাক্তিগত অনুদান দিয়ে এলাকার উন্নয়ন সম্ভব নয়। এরজন্য প্রয়োজন সরকারী সহযোগিতা। এলাকার উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে তিনি মোচনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাচ্ছেন। তাই তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন। সে লক্ষ্যে এলাকায় গণসংযোগ চালাচ্ছেন হিরু আলী মীর। তিনি জানান, দলীয়ভাবে মনোনয়ন পাওয়ার জন্য তার চেষ্টা অব্যাহত রয়েছে। যেহেতু তার বিরুদ্ধে অনৈতিক কোন কর্মকান্ডের অভিযোগ দলের কাছে নেই সেহেতু দলে ও সমাজে তার অবদানের কথা বিবেচনায় এনে দল তাকেই চেয়ারম্যান পদে মনোনয়ন দিবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।