রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
মাদারীপুর র্যাব-৮ ক্যাম্পের একটি বিশেষ দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীব ফরহান এর নেতৃত্বে গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ১.৫‘শ লিটার দেশি মদসহ প্রবীর তালুকদার (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার সন্ধায় মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক প্রবীর তালুকদার একই গ্রামের মুকতেশ তালুকদারের ছেলে।
বৃহস্পতিবার রাতে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিব ফরহান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার জলিরপাড় গ্রামে অভিযান চালিয়ে প্রবীর তালুকদার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১.৫‘শ লিটার দেশি মদ, মদ বিক্রির ২হাজার ৪০০ টাকা, একটি মোবাইল ও একটি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট থেকে র্যাব জানতে পারে যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বিভিন্ন এলাকায় দেশীয় মদসহ বিভিন্ন ধরণের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আসামীকে উদ্ধারকৃত দেশীয় মদসহ মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মুকসুদপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। র্যাব-৮ এর এধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।