রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
শফিকুল খান জনি, নগরকান্দা,ফরিদপুরঃ
ফরিদপুরের নগরকান্দা পৌরসভা নির্বাচন-২০২১ এর ভোট গ্রহণ ১৪ ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন করা হয়। নগরকান্দা পৌরসভার মোট ৯টি ওয়ার্ডের মোট ৮ হাজার ৬৬৩ জন ভোটারের মধ্যে ৬ হাজার ৮৯৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭জন, কাউন্সিলর পদে ৩৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোট ২ হাজার ১৯৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী, নগরকান্দা পৌর যুবলীগের সভাপতি নিমাই চন্দ্র সরকার (নৌকা প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মাসুদুর রহমান ( জগ প্রতীক) পেয়েছেন মোট ১ হাজার ২২৮ ভোট। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলিমুজ্জামান মিয়া সেলু (ধানের শীষ প্রতীক) পেয়েছেন মোট ৭১৮ ভোট।
কামরুজ্জামান মিঠু (মোবাইল ফোন প্রতীক) ১ হাজার ২০০ ভোট, দেলোয়ার হোসেন দুলু (নারিকেল গাছ প্রতীক) ৯০৫ ভোট, আরিফ আহমেদ বিপ্লব (ইস্ত্রি প্রতীক) ৪৬৯ ভোট, মনিরুজ্জামান তুহিন (চামচ প্রতীক) ১৭৮ ভোট পেয়েছেন।
কাউন্সিলর নির্বাচিত হয়েছে, ১ নং ওয়ার্ডে কাউছার মিয়া, ২নং ওয়ার্ডে নাসির মাতুব্বর, ৩নং ওয়ার্ডে বাবলু মাতুব্বর, ৪নং ওয়ার্ডে জালালউদ্দিন সরদার, ৫নং ওয়ার্ডে জিয়াউর রহমান, ৬নং ওয়ার্ডে এমদাদুল মাতুব্বর, ৭নং ওয়ার্ডে জাকির হোসেন জাকারিয়া, ৮নং ওয়ার্ডে আমিন ফকির, ৯নং ওয়ার্ডে মাসুদ মাতুব্বর মিকু।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছে, খাদিজা বেগম (১,২,৩ নং ওয়ার্ড), শিরিয়া বেগম (৪,৫,৬ নং ওয়ার্ড), পারুলী বেগম (৭,৮,৯ নং ওয়ার্ড)।
এ ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান।
অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ায় এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারায় আনন্দিত পৌরবাসী।
সুন্দর একটি নির্বাচন উপহার দেয়ায় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলিমুজ্জামান, ফরিদপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু এবং নগরকান্দা থানার ওসি সেলিম রেজা বিপ্লবকে ধন্যবাদ দেন, নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থী ও ভোটাররা।