মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদ:
গোপালগঞ্জের মুকসুদপুরে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি কোমদ বৈদ্য (৪০) ও সুমন ঘরামি (২৪) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই নবকুমার ঘোষের নেতৃত্বে এএসআই দিদারুল আলম ও এএসআই ইসমাইল হোসেন জলিরপাড় এলাকায় অভিযান চালিয়ে দির্ঘদিন পলাতক থাকার পর দুইজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামের ধীরেন বৈদ্যর ছেলে কোমদ বৈদ্য ও একই গ্রামের দীনবন্ধু ঘরামির ছেলে সুমন ঘরামি (২৪)।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম জানান, জিআর ২৫৫/১৭ সালের একটি মাদক মামলায় দুইজনের বিরুদ্ধে আদালত এক বছর সাজা ঘোষণা করেন।
সেই সময় থেকে দুইজন পলাতক ছিলেন। জলিরপাড় এলাকার নিজ বাড়ির থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।