রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বিট পুলিশিং ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে৷ বৃহস্পতিবার বিকালে মুকসুদপুর থানার আয়োজনে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পিপিএম সেবা। বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, তাপসি বিশ্বাস দুর্গা প্রমুখ। মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আশরাফ আলী আশু মিয়া, যুগ্ম সম্পাদক সাহিদুর রহমান টুটুল, সিরাজুল ইসলাম মিয়া, ইউপি চেয়ারম্যান শ্যামল বোস, সফিকুল ইসলাম, ওবায়দুল ইসলাম, পৌর সভার প্যানেল মেয়র মুন্সী আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা, সাংবাদিক ছিরু মিয়া,কাজী ওহিদ, শহিদুল ইসলাম, উপজেলা শ্রমীকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, মোচনা ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্যা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন আশরাফ বোরহান, কলেজ ছাত্রলীগের সভাপতি জব্বারুল আলম মাহফুজ, মধুমতি ব্যাংক মুকসুদপুর ব্রাঞ্চের ম্যানেজার মশিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত আমিনুর রহমান।