শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন

মুকসুদপুরে রাতের আধাঁরে সড়কের পাশের গাছ কেটে নিচ্ছে চোরেরা

মুকসুদপুরে রাতের আধাঁরে সড়কের পাশের গাছ কেটে নিচ্ছে চোরেরা

নিজস্ব প্রতিবেদকঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়নের খান্দারপাড় থেকে বেজড়া মোড়ের সড়কের পাশ থেকে চুরি করে গাছ কাটা হচ্ছে। মুকসুদপুর এলজিইডি ও বন বিভাগের উদ্যোগে গাছগুলো লাগানো হয়। স্থানীয় ব্যক্তিরা জানান, ২০০০ সালের দিকে সড়কে পাশে মেহগনি গাছ লাগানো হয়। সড়কের খান্দারপাড় থেকে বেজড়া মোড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তায় নানা জাতের ২০০০ বনজ গাছ লাগানো হয় বলে জানা যায়। এর মধ্যে ২০১৯ সাল টেন্ডারের ম্যধ্যম মারা যাওয়া শিশু, বাবলা, রেইনট্রি গাছ বিক্রি করা হয়। কিন্ত কয়েক হাজার মেহগনি গাছ রাস্তার দুপাশে রয়ে যায়। ওই সড়কের দুই পাশে প্রায় ৪০০ থেকে ৫০০ গাছ আছে । সরেজমিনে দেখা যায়, সড়কের দুই পাশের গাছগুলো বড় হয়ে গেছে। গাছের সারিতে বেশ কিছু কাটা গাছের গুঁড়ি দেখা যায়। আবার এক জায়গায় দেখা যায়, গাছ কেটে ফেলা হয়েছে। কিন্তু কাটা গাছ পাশেই পড়ে আছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গত ২ মাস যাবৎ ওই সড়কের শতাধিক গাছ কাটা, গভীর রাতে এসব গাছ কাটা হচ্ছে। আর গাছের গোড়া ময়লা দিয়ে ডেকে রাখছে চোরেরা। আর গোটা ইউনিয়নের বিভিন্ন সড়ক থেকে কাটা হয়েছে অসংখ্য গাছ। রাতের আঁধারে চোরেরা এই গাছ কেটে নিয়ে যাচ্ছে। পাশে অবস্থিত পাঁছড়া আসলাম মুন্সী দাখিল মাদ্রাসার কয়েকজন ছাত্র জানায় প্রায় রাতে কাছ কাটার শব্দ পাই কে বা কারা গাছ কাটে সেটা জানিনা । এলাকাবাসী জানায়, তাঁদের এলাকায় একটি গাছ কাটা চোর চক্র (সিন্ডিকেট) গড়ে উঠেছে। গত কয়েক মাস হলো এই চুরির পরিমাণ বেড়ে গেছে। এর আগে গাছ কাটার সময় এলাকার লোকজন বুঝতে পেরে চোরদের তাড়া করলে পালিয়ে যায়।

এ ব্যাপারে উপজেলা ফরেস্ট অফিসার দ্বীন মোহম্মদ এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান আমাদেকে কেউ অভিযোগ করেনি। আমি সাংবাদিকদের নিকট থেকে শুনলাম। অভিযোগ পেলে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com