মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন
শাওন রেজাঃ
২০১৯ সালের হালনাগাদকৃত নতুন ভোটারদের ‘স্মার্ট কার্ড’ বিতরণ কর্মসূচী গোপালগঞ্জ সদর উপজেলায় শুরু হয়েছে । শনিবার (২ মার্চ ) গোপালগঞ্জ সদর উপজেলার ১ টি পৌরসভা ও ২১ টি ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ ফয়জুল মোল্যা।
এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ মমতাজ-আল-শিবলী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। জেলা নির্বাচন অফিসার উদ্বোধনকালে নতুন ভোটারদের হাতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র তুলে দেন।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ মমতাজ-আল-শিবলী জানান, উপজেলায় মোট ১৭০০০ জন নতুন ভোটারের মাঝে এই স্মার্ট কার্ড পর্যায়ক্রমে বিতরণ করা হবে। পৌর এলাকার ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণের মধ্য দিয়ে গোপালগঞ্জ সদরে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হলো বলে তিনি জানান। জালালাবাদ ইউনিয়ন থেকে শুরু করে প্রতিটি ইউনিয়নে কার্যক্রম চলবে।