বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত সুপারিশ পাওয়ায় গোপালগঞ্জের মুকসুদপুরে আনন্দ উদযাপান করেছে মুকসুদপুর থানা পুলিশ। ৭ মার্চ বিকেল ৪ টা উপজেলা ফারুক খান মিলনায়তনে এ আনন্দ উদযাপন করা হয়।
উল্লখ্য, গত মাসের ২৬ তারিখে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি ও ৭ মার্চের ঐতিহাসিক ভাষনের দিনটিতে দেশব্যাপী আনন্দ উদযাপন করে বাংলাদেশ পুলিশ।
আনন্দ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, মুকসুদপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আতিকুর রহমান মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমান রাশেদ, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা সহকারি কমিশনার ( ভুমি) মোঃ আসমত হোসেন, মুকসুদপুর থানার ওসি মোঃ আবু বকর মিয়া, আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুকসুদপুর থানার পুলিশ সদস্য সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।