বুধবার, ০৮ মে ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন

মুকসুদপুরে সাহিত্য পত্রিকা স্বপ্নপুরের প্রকাশনা উৎসব উদযাপন

মুকসুদপুরে সাহিত্য পত্রিকা স্বপ্নপুরের প্রকাশনা উৎসব উদযাপন

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাৎসরিক সাহিত্য পত্রিকা স্বপ্নপুর-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে এ শ্লোাগানে প্রকাশনা উৎসব উদযাপন কমিটি স্বপ্নপুর এর দ্বিতীয় সংখ্যার প্রকাশনা ও মোড়ক উন্মোচন করা হয়। ১২ মার্চ শুক্রবার বিকাল ৪ টায় পৌরসভাধীন পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ‘স্বপ্নপুর’ প্রকাশনা উৎসব এর আয়োজন করেন। স্বপ্নপুর সাহিত্য সংগঠনের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ও জুবিল্যান্ড ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিমের সঞ্চালনায় স্বপ্নপুর’ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত। স্বপ্নপুরের সম্পাদক মাহমুদ সিমান এর স্বাগত বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। উপস্থিত সুধীজনের মধ্য বক্তব্য রাখেন মুকসুদপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ তৌহিদুল হক বকুল, ভাংগা সরকারী কে,এম কলেজের সাবেক অধ্যক্ষ মোশায়েত হোসেন ঢালী, সাবেক মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফিরোজ খান, মরহুম তারেক মাসুদের ভাই সাঈদ মাসুদ, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী হারুন রশিদ মিরন, সাপ্তাহিক বাংলার নয়নের সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত,সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক মাহবুব হাসান বাবর , সাংবাদিক কাজী ওহিদ, আমরা মুক্তিযোদ্ধা সস্তান সংগঠনের মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি আরিফুর রহমান রানা প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com