বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর পৌর সদরের বিভিন্ন মসজিদে মসজিদে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চন্ডিবর্দী গ্রামের খান পরিবারের সন্তান বিশিস্ট সমাজ সেবক ব্যাবসায়ী, কাগজ কলম পত্রিকার প্রধান সম্পাদক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য মোঃ আমানত খান আমান এর উদ্যোগে পৌর সদরের বিভিন্ন মসজিদে বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিশিষ্ট সমাজ সেবক ও কাগজ কলম পত্রিকার প্রধান সম্পাদক মোঃ আমানত আলী খান আমান জানান, আজ ১৭ মার্চ স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, একটি ঐতিহাসিক ও অর্থবহ দিন। জাতির পিতাসহ সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি আরো বলেন, সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মুজিববর্ষ পালিত হচ্ছে। জাতির পিতার আদর্শ হৃদয়ে ধারণ করে তাঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জাতি-ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করে যেতে হবে। জাতির পিতার শুভজন্মদিনে এটিই হোক আমাদের অঙ্গীকার।
আমান খানের উদ্যোগে জাতির এই শ্রেষ্ট সন্তানের রুহের মাগফেরাত, দেশের শান্তি ও কল্যান কামনায় মুকসুদপুর পৌর সদরের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।