রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
মোঃ আকবার মোল্লাঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
আজ বুধবার বিকালে উপজেলার উজানী বাজারে আওয়ামী লীগেরর দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ বদিউজ্জামান মোল্লার সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ১৪নং উজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু শ্যামল কান্তি বোস। এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উজানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু অশোক বিশ্বাস, উজানী বি,ইউ,কে ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ কাবুল কালাম আজাদ, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এস, এম,আজিজুর রহমান (আবুছালেহ), মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গুলজার হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার হাফেজ মোঃ রমিম খান, ছাত্রলীগ নেতা মোঃ সুইম মোল্লা, মোঃ আকরাম মোল্লা, মোঃ আকবর মোল্লা প্রমুখ।