রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান উপজেলার রসুলপুর গ্রামে হান্নু চৌধুরীর বাড়ীতে আদমপুর গ্রামের সিদ্দিক তালুকদারের ছেলে পান্নু তালুকদার (৪০) চুরি করে পালানোর চেষ্টা করেন। এমন খবরে এলাকাবাসী জড়ো হয়ে চোর সন্দেহে চোরকে ধাওয়া করে, তাকে ধরতে এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিলে পান্নু তালুকদার এলাকাবাসীর হাতে ধরা পড়ে। পরে এলাকাবাসীর গণপিটুনি দেওয়ার পর মুকসুদপুর থানা পুলিশকে খবর দেয়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মুকসুদপুর থানার এস আই মোঃ শাহজান আলী জানায় জানান, এলাকাবাসী রসুলপুর গ্রামের চৌধুরী বাড়ীতে সামনে সন্দেহভাজন চোরকে ধরে ফেলে গণপিটুনি দেন। পরে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। মুকসুদপুর থানার ওসি তদন্ত মোঃ আমিনুর রহমান জানায় এ বিষয়ে আল-আমিন (৩০) নামে একজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।