বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদ:
গোপালগঞ্জের মুকসুদপুরে শাহীন শেখ (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, গতকাল রবিবার সকালে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সালাম এর নেতৃত্বে এসআই নবকুমার ঘোষ, এসআই শওকত হোসেন, এ এসআই দিদারুল আলম, এ এসআই মনির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সিন্দিয়াঘাট খাদ্যগুদামের সামনে থেকে ১’শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত শাহীন শেখ মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী গ্রামের জয়নাল শেখের ছেলে ।
এব্যাপারে মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।