শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন
আর টি হাসান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ, থানা, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, ইউএনওর বাসভবন ও বিভিন্ন দপ্তরে হামলা ভাংচুরের ঘটনা ঘটে। গত সোমবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত এ ধ্বংসলিলা চলে। এসময় ইউএনওর বাস ভবনে দায়িত্বরত আনসার সদস্যরা সাহসীকতার পরিচয় দিয়ে দক্ষতার সাথে ভবন রক্ষা করে। আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের পক্ষে তাদেরকে পুরস্কৃত করা হয়। এসময় জেলা প্রশাসকের পক্ষে ফরিদপুর জেলা ম্যাজিস্ট্রেট মোসা: তাসলিমা আলী চার আনসার সদস্য কে আর্থিক ভাবে পুরস্কৃত করেন। এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান, বুলবুল হুসাইন, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম প্রমূখ।