রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন
আরটি হাসানঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে দুই সন্তানের জননী গৃহবধু (২৫) এর অনৈক সম্পর্কের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইমোতে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অনৈতিক কাজের সাথে জড়িত দলিল লেখক সঞ্জয় বাড়ৈ (৩৫) এখনও ধরাছোয়ার বাইরে রয়েছে। সে মুকসুদপুর উপজেলার উত্তর জালিরপাড় গ্রামের হিরা লাল বাড়ৈর ছেলে।
এ ঘটনায় বিপাকে পড়েছে ওই দুই সন্তানের জননী পরিবারসহ আত্মীয় স্বজনেরা। চলতি মাসের ২০ এপ্রিল থেকে এ বিষয়টি এলাকায় আলোচনা সমালোচনার বিষয় হয়ে দাড়িয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ননীক্ষির ইউনিয়নের ননীক্ষির গ্রামে। ওই গ্রামের বাবার বাড়ীতে ২৫ বছর বয়সী এক গৃহবধুকে অনৈতিক কাজ করে পাশের গ্রামের ৩৫ বছরের বয়সী সঞ্চয় বাড়ৈ। গত ২০ এপ্রিল রাতে আপত্তিকর অবস্থায় এলাকাবাসী আটক করে। পরে এলাকার কিছু প্রভাবশালী নেতাকে ম্যানেজ করে ঘটনাস্থল ত্যাগ করে।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক গৃহবধুর মা জানান, বিষয়টি আমাদের পরিবারের জন্য লজ্জাজনক ও কলঙ্কের একটি বিষয়। সঞ্জয় আমান বাড়িতে বেড়াতে এসে এমন একটি কান্ড করবে সেটা আমার জানা ছিলো নাহ। এখন লোকজনের সামনে মুখ দেখাতে পারছিনা। আমরা বিষয়টি নিয়ে কিছু করতে পারছি না।
ঘটনার বিষয়ে সঞ্জয়ের সাথে একাধিকবার যোগাযোগের চেস্টা করলে তাকে পাওয়া যায়নি।।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ননীক্ষির ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মুজিবর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি ও ভাইরাল ভিডিও দেখেছি। তবে শুনেছি ওই লম্পট সঞ্জয় ইতিপূর্বেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে স্থানীয় সাংবাদিক মিরাজুল ইসলাম জানায় বিষয়টি এখন ওই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হিসাবে পরিনত হয়েছে। শুনেছি সঞ্জয় বাড়ৈর পরিবার প্রভাবশালী হওয়ায় এখনো ধরা ছোয়ার বাইরে রয়েছে এবং ঘটনাটি নিয়ে গৃহবধুর পরিবারকে হুমকি দিচ্ছে।
ঘটনার বিষয়ে সঞ্জয়ের বাবা হীরা লাল বাড়ৈ জানান আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমার ছেলে অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।