বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
৫ মাস বেতন না পেয়ে কষ্টে কাশিয়ানীর ৩৭ স্বাস্থ্যকর্মী কোটালিপাড়ায় দীর্ঘদিন বিদ্যালয়ে না গিয়েই স্মৃতি রানী নিচ্ছেন বেতন থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে – স্বরাষ্ট্র উপদেষ্টা কপ২৯-এ জলবায়ু ন্যায়বিচার এবং প্রাক-২০৩০ উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য অর্জনের আহ্বান সমকাল’র নির্ভীক সাংবাদিক গৌতম দাসের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী বরিশালকে পুনরায় শস্যভান্ডারে রূপান্তর করা হবে- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা কাশিয়ানী নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ‘হয়রানীর’ অভিযোগ ফরিদপুরে ১৪৪ ধারা লঙ্ঘন করে বিধবার জমি দখলের অভিযোগ মাদক না ব্যাংক ঋণ খেলাপি মামলার সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার মুকসুদপুরের দিগনগরে ২ পক্ষের সংঘর্ষে আহত ৫০, বাড়িঘর লুটপাট-ভাঙচুর
মুকসুদপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বিট পুলিশিং সভা করেছে মুকসুদপুর থানা পুলিশি । সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ১৯ টি বিট পুলিশের কার্যালয়ে সর্বস্তরের জনগনকে নিয়ে বিট পুলিশিং সভা করেছে মুকসুদপুর থানা পুলিশ। মুকসুদপুর থানা এলাকায় মাদক, জুয়া, সন্ত্রাসী কার্যক্রম এবং চলমান বিভিন্ন অরাজকতা যাতে সংঘঠিত না হয় তার উপর ভিত্তি করে এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
মহারাজপুর বিট পুলিশিং সভার প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া। মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহারাজপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী আশু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মিয়া, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাদাৎ হোসেন মুন্সী প্রমুখ।

এসময় মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া বলেন, মুকসুদপুর উপজেলায় একযোগে ১৯ টি বিট এলাকায় এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হচ্ছে। বিট পুলিশিং সভার মূল উদ্দেশ্য হচ্ছে মুকসুদপুর থানা এলাকা থেকে বিশেষ করে মাদক, জুয়া, সন্ত্রাসী কার্যক্রম এবং চলমান বিভিন্ন অরাজকতা একেবারেই নির্মল করা।
তিনি আরও বলেন, সভা শেষে মুকসুদপুর পৌর শহরসহ উপজেলার বড় বড় হাটবাজার গুলোতে মহামামারি করোনা ভাইরাসের প্রার্দুভাব ঠেকাতে ব্যবসায়ীদের স্বাস্থ্য বিধি মেনে বেচা কেনা করার আহবান করা হয়েছে এবং বাজারে জনসাধারণকে নিরাপদ দুরুত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করার কথা বলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com