মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে সরকারি জায়গা দখল নিয়ে দুই ইউনিয়নবাসীর সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক নাগেশ্বরীতে রাতের আঁধারে ঘর তুলে সংখ্যালঘু পরিবারের জমি দখল এডাব- এর ভাইস চেয়ারম্যান হলেন আরিফুর রহমান ডিআরই্উ’র নতুন সভাপতি সালেহ আকন, সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত রমজানে মাছ মাংসের চাহিদার বিপরীতে উদ্বৃত্ত খাদ্য অন্য বিভাগে পাঠাতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা রাজৈরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা পাগলা মসজিদে মিললো ২৯ বস্তা টাকা, চলছে গণনা কারিগরী প্রশিক্ষণপ্রাপ্ত শিশুদের মাঝে ইপসা’র সার্টিফিকেট প্রদান লোক দেখানো নয়, মৌলিক পরিবর্তনই সরকারের প্রধানতম লক্ষ্য- সুপ্রদীপ চাকমা পশুরহাটে ‘খাস আদায়ে’ হরিলুট
মুকসুদপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বিট পুলিশিং সভা করেছে মুকসুদপুর থানা পুলিশি । সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ১৯ টি বিট পুলিশের কার্যালয়ে সর্বস্তরের জনগনকে নিয়ে বিট পুলিশিং সভা করেছে মুকসুদপুর থানা পুলিশ। মুকসুদপুর থানা এলাকায় মাদক, জুয়া, সন্ত্রাসী কার্যক্রম এবং চলমান বিভিন্ন অরাজকতা যাতে সংঘঠিত না হয় তার উপর ভিত্তি করে এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
মহারাজপুর বিট পুলিশিং সভার প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া। মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহারাজপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী আশু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মিয়া, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাদাৎ হোসেন মুন্সী প্রমুখ।

এসময় মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া বলেন, মুকসুদপুর উপজেলায় একযোগে ১৯ টি বিট এলাকায় এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হচ্ছে। বিট পুলিশিং সভার মূল উদ্দেশ্য হচ্ছে মুকসুদপুর থানা এলাকা থেকে বিশেষ করে মাদক, জুয়া, সন্ত্রাসী কার্যক্রম এবং চলমান বিভিন্ন অরাজকতা একেবারেই নির্মল করা।
তিনি আরও বলেন, সভা শেষে মুকসুদপুর পৌর শহরসহ উপজেলার বড় বড় হাটবাজার গুলোতে মহামামারি করোনা ভাইরাসের প্রার্দুভাব ঠেকাতে ব্যবসায়ীদের স্বাস্থ্য বিধি মেনে বেচা কেনা করার আহবান করা হয়েছে এবং বাজারে জনসাধারণকে নিরাপদ দুরুত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করার কথা বলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com