রবিবার, ০৯ মার্চ ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কাশিয়ানীতে ভাবিকে মারধর করে ঘরে তালা দিলেন দেবর মুকসুদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন কাশিয়ানীতে শিশুকে ‘ধর্ষণচেষ্টা’, ব্যবসায়ীকে গণপিটুনি মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত মুকসুদপুরে সিসিডিবি’র কৃষি বন্ধু চুলা ও হাঁসের খামার স্থাপনের জন্য অনুদান সহায়তার চেক বিতরণ মুকসুদপুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সালথায় বল্লভদী সাহিত্য উৎসব ও সম্মাননা প্রদান মুকসুদপুরে ইউএনও’র সাথে সাংবাদিকদের মত বিনিময় মুকসুদপুরে সরকারি সাবের মিয়া জসিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ত্রুীড়া প্রতিযোগিতা মুকসুদপুরে সিনজেনটার কীটনাশক নকল ও ভেজাল প্রতিরোধে করনীয় কর্মশালা অনুষ্ঠিত
মুকসুদপুরে মাস্ক না পরায় ১০ জনের নমুনা সংগ্রহে ৬ জনের দেহে করোনা শনাক্ত

মুকসুদপুরে মাস্ক না পরায় ১০ জনের নমুনা সংগ্রহে ৬ জনের দেহে করোনা শনাক্ত

বাংলার নয়ন সংবাদঃ
করোনা সংক্রমণ প্রতিরোধে গোপালগঞ্জে মুকসুদপুরে মাস্ক না পরায় বিভিন্ন জনের নমুনা সংগ্রহ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মুকসুদপুর স্বাস্থ্য বিভাগ উপজেলা শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১০ জনের নমুনা সংগ্রহ করে। এর মধ্যে ৬ জনের শরিরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

মাস্ক না পরে বাইরে ঘোরাফেরা করার সময় ভ্রাম্যমাণ আদালত এ নমুনা সংগ্রহ করেছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনার করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসমত হোসেন। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুর রহমান।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুর রহমান জানান, মুকসুদপুর উপজেলা সদরের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্প্রতিবার ল্যাব পরীক্ষায় ৬ জনের শরিরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। যাদের শরিরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে পৌরসভার কমলাপুর গ্রামের ৩ জন, টেংরাখোলা গ্রামের ২ জন ও ভাবড়াশুর ইউনিয়নের ১ জন। যাদের করোনা সনাক্ত হয়েছে তারা সবাই হোম কোয়ারেন্টে রয়েছেন।
মুকসুদপুরে এ পর্যন্ত মোট করোনা সনাক্তের সংখ্যা ৫৫৩ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরতে হবে ও সমাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলে জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com