রবিবার, ০৯ মার্চ ২০২৫, ১১:১১ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন-স্মারকলিপি প্রদান।
রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের জাতীয় বেতনস্কেল দেওয়ার দাবিতে গোপালগঞ্জে রবিবার বেল সাড়ে এগারোটায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে মাদ্রাসা শিক্ষকদের সংগঠন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি। জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে শিক্ষকরা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক সমিতির সভাপতি আহসান হাবিব হাচান, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোল্যা , সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মনিরুজ্জামান, মহিলা সম্পাদিকা খালেদা আক্তার, নজরুল ইসলাম, কাজী শামিমারা প্রমুখ।
শিক্ষক নেতৃবৃন্দ তাদের দাবি-দাওয়া নিশ্চিতের দাবি করে বলেন, অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয় বেতনস্কেল দেওয়া হলেও ইবতেদায়ী শিক্ষকদের বেতনস্কেলসহ নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এতে করে
গোপালগঞ্জে ৫২ টি মাদ্রাসায় কর্মরত প্রায় ৩ শ জন শিক্ষক কর্মচারী বঞ্চিত। এর ফলে এসব শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। তাই অবিলম্বে শিক্ষকদের সুবিধার কথা বিবেচনা করে আগামী অর্থ বছরে অর্থ বরাদ্ধ করে জাতীয় করনের দাবী জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেছেন।
জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন শিক্ষক সমিতির নেতা আহসান হাবিব হাচান, মোঃ আবুল হোসেন মোল্যা, নজরুল ইসলাম।
শিক্ষকদের কর্মসূচিতে জেলার বিভিন্ন মাদ্রাসার শতাধিক শিক্ষক-শিক্ষিকাসহ সমিতির নেতারা অংশগ্রহণ করেন।