রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের বামনডাঙ্গা ও দিগনগর ইউনিয়নের ভাজন্দি গ্রামের নিজ বাড়ী থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে মুকসুদপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বূধবার (২ জুন) দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার গোহালা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের মৃত নুরু মোল্যার ছেলে শাহ আলম ও দিগনগর ইউনিয়নের ভাজন্দি গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে আবুল হোসেন মোড়ল।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে মাদক বিক্রির অভিযোগে আলাদা দুই ইউনিয়নে অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়। মাদক বিরোধী অভিযানে শাহ আলমের নিকট থেকে ১০০ গ্রাম গাঁজা ও আবুল হোসেনের নিকট থেকে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়।