রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
তারিকুল ইসলামঃ
”পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা চত্বরে প্রাণিসম্পদ প্রর্দশনীর উদ্বোধন করা হয়েছে।
আজ ৫ জুন শনিবার সকাল ১০টায় ফারুক খান মিলনায়তনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মোঃ কাবির মিয়া।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রবিউল আলম শিকদার, মুকসুদপুর প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সচিন্দ্রনাথ বিশ্বাস, মুকসুদপুর কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মুকসুদপুর থানা ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক মোঃ শহীদুল ইসলাম বেলায়েত, পক্ষিক মুকসুদপুর সংবাদ পত্রিকার সম্পাদক মোঃ হায়দার হোসেন, দৈনিক খবর পত্রিকার মুকসুদপুর প্রতিনিধি সাংবাদিক ছিরু মিয়া প্রমুখ।
দিনব্যাপী এ প্রদর্শনীতে মুকসুদপুর উপজেলার বিভিন্ন গ্রামের সাধারণ কৃষক ও সৌখিন খামারীগণ অংশগ্রহন করেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে উপজেলা চত্ত্বরের কেজি স্কুল মাঠে ফিতা কেটে কর্মকর্তাগণ প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে বিভিন্ন স্টল পরিদর্শন অতিথিবৃন্দ।