রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ৩০ পিচ ইয়াবাসহ ১ জন ও ৫ জন সাজা প্রাপ্ত মামলার পলাতক আসামি কে গ্রেফতার করেছে মুকসুদপুর থানা পুলিশ।
জানা যায়, গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে মুকসুদপুর থানার ওসি মোঃ আবু বকর মিয়ার নেতৃত্বে শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ জন ও সাজাপ্রাপ্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ মফিজুর তালুকদার (৩৫), পিতাঃ হবি তালুকদার, গ্রামঃ নিখরহাটি, ২। দীপ বাইন, পিতাঃ রমেশ বাইন, গ্রামঃ গোয়ালগ্রাম, ৩। লুকাম মন্ডল, পিতাঃ নির্মল মন্ডল, গ্রামঃ কলিগ্রাম, ৪। রিপন শেখ, পিতাঃ ইসমাইল শেখ, সাং ননীক্ষীর, ৫। আরিফ, পিতাঃ আশ্রাফ আলী, গ্রামঃ প্রশন্নপুর, ৬। মাসুম শেখ, পিতাঃ বাদশা, গ্রামঃ ঘুনসী, মুকসুদপুর থানাধীন এলাকা থেকে গ্রেফতার করে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া জানান, উক্ত আসামীর বিরুদ্ধে একাধিক গ্রেফতারী পরোয়ানা মুকসুদপুর থানায় মূলতবী আছে। গ্রেফতারকৃতদের গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।