রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন
তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে আবদুল কাদের কাজী (৫৫) নামে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে মুকসুদপুর থানা পুলিশ । মঙ্গলবার বিকালে উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় ঢালীবাড়ী মাঠের পাট ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরন করেছে পুলিশ । নিহত আবদুল কাদের কাজী মোচনা খোন্দকার পাড়া এলাকার মৃতঃ ওসমান কাজীর ছেলে । সে মানষিক রোগি ছিলেন বলে জানাগেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় ঢালীবাড়ী মাঠের পাট ক্ষেতে স্থানীয়রা এক ব্যক্তির গলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় । পরে মুকসুদপুর-কাশিয়ানী (সার্কেল) এএপি মোঃ শাহিনুজ্জামান চৌধুরী ও থানার ওসি আবু বকর মিয়া ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন ।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে । নিহত আবদুল কাদের মানষিক রোগি ছিল । সে মাঝে মধ্যেই নিখোঁজ থাকতো । নিহত ব্যক্তির ছেলে এ লাশ শনাক্ত করেন ।