রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
শহিদুল ইসলাম:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উপজেলার চরপ্রসন্নদী কে.এম জাকির হোসেন বালিকা বিদ্যালয়ে রাঘদী ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য কমিটিরি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঘদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রেন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঘদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন নান্নু, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কে.এম জাকির হোসেন, মশিউর রহমান, ইমরুল হোসেন কায়েস, আক্তার হোসেন লস্কর প্রমুখ।
এসময় বক্তারা ইউনিয়ন আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কাজ করার জন্য আহব্বান জানান।