বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন
জিএম, আজম, দাকোপ (খুলনা) প্রতিনিধি:
অবহেলিত দাকোপের মানুষের প্রাণের দাবি দাকোপ-বটিয়াঘাটার উপর দিয়ে প্রবাহিত ঝপঝপিয়া নদীতে ব্রীজ নির্মান, পানি উন্নয়ন বোর্ডের ৩১নং পোল্ডারে টেকসই ভেড়িবাঁধ নির্মান, তরমুজ চাষীদের মিষ্টি পানির আধার সৃষ্টিসহ উপজেলার অবকাঠামোগত উন্নয়নের লক্ষে নব গঠিত উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা সদর চালনা পৌরসভার ডাক বাংলা মোড়ে সংগঠনের অস্থায়ী র্কালয়ে সাবেক সংসদ ও উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আহবায়ক ননী গোপাল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন কমিটির সদস্য সচিব অ্যাডঃ জি.এম কামরুজ্জামান,
যুগ্ম আহবায়ক সাবেক চালনা পৌর মেয়র অধ্যক্ষ ড. অচিন্ত্য কুমার মন্ডল, সদস্য অসিত বরণ সাহা, অধ্যাপক দুলাল রায়, সমর বিশ্বাস, গাজী আব্দুর রহিম, মির্জা সাইফুল ইসলাম টুটুল, অমিত সাহা, আবেদ খান, মিজান ফরাজি, জহিরুল ইসলাম, বিজন রায়, কমলেশ বাছাড়, ভরত সরদার, সুরঞ্জন রায়, মিল্টন গোলদার, বাবু রায়, দিলিপ বিশ্বাস, অশোক রায়, অনুপ বাগচি প্রমুখ।