রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
তারিকুল ইসলামঃ
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গোপালগঞ্জের মুকসুদপুরে মঙ্গলবার (২২ জুন) থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। এই লকডাউন চলবে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত । ২২ জুন সকাল থেকে উপজেলা প্রশাসন লকডাউন বাস্তবায়নে মাঠে নামে।
লকডাউন বাস্তবায়নে এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রবিউল আলম শিকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসমত হোসেন ভূঁইয়া, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া, ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
২২ জুন সকাল থেকে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে। মুকসুদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে। অপ্রয়োজনে কেউ বের হলে জিজ্ঞাসাবাদ শেষে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। উপজেলা শহরের সড়কগুলোতে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি রাজনৈতিক নেতা, লকডাউন মানতে ভ্যান থেকে শুরু করে যেকোনো যানবাহন চলাচালে নিয়ন্ত্রন আনে।
এসময় মুকসুদপুর পৌরসভা, মহারাজপুর বাজার, বনগ্রাম বাজার ও বাটিকামারি বাজারে আইন অমান্যকারী ১২ জনকে প্রায় চৌদ্দ হাজার টাকা জরিমানা করা হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ বলেন, লকডাউন চলাকালীন সময়ে সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে মেনে চলতে অনুরোধ করছি। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।