রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় গত এক সপ্তাহে হঠাৎ করে বেড়ে গেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।
বুধবার (২৩ জুন) মুকসুদপুর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক সপ্তাকে ১২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭ জন।
গোপালগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. সুজাদ আহম্মেদ জানান, মুকসুদপুর উপজেলায় গত ১ সপ্তাহে করোনা পরীক্ষার জন্য ১২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষায় ৫৭ জন নতুন করে পজিটিভ এসেছে।
নতুন আক্রান্তরা সকলেই মুকসুদপুর উপজেলার। এ নিয়ে মুকসুদপুর উপজেলায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৬৮ জন। মারা গেছেন ৭ জন। সুস্থ্য ৫৭৯ জন। হোম কোয়ারেন্টে ৮৬৩ জন। মোট নমুনা সংগ্রহ ৩৪৪৬ জন।
জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গোপালগঞ্জের মুকসুদপুরে মঙ্গলবার (২২ জুন) থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। এই লকডাউন চলবে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত।
স্থানীয় এলাকাবাসী লকডাউন মানতে ভ্যান থেকে শুরু করে যেকোনো যানবাহন চলাচালে নিয়ন্ত্রন আনে প্রশাসন।