রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানি ইউনিয়নের মহাটালী এলাকা থেকে শনিবার রাত দেড়টার দিকে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি তুষার মন্ডলকে গ্রেফতার করেছে মুকসুদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি তুষার মন্ডল উপজেলার উজানী ইউনিয়নের মহাটালী গ্রামের নুকুল মন্ডলের ছেলে।
শনিবার রাতে মুকসুদপুর উপজেলার ওই এলাকা থেকে তাকে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়ার নির্দেশে এসআই গোবিন্দ লাল দে, এস আই সাইফুল ইসলাম, এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে গ্রেফতার করে। সে প্রতারনা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া বাংলার নয়নকে জানান, তুষার মন্ডল প্রতারনা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে ২টি সাজা পরোয়ানাসহ ৪ টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
শনিবার গ্রেফতারকৃতকে গোপালগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।