রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় গত দুদিনে নতুন আরো ৪১ জন করোনায় আক্রান্ত হয়েছে।
সোমবার (২৮ জুন) মুকসুদপুর হাসপাতাল সূত্রে জানা গেছে, গেলো দুইদিনে ১৪৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ জন।
মুকসুদপুর উপজেলার পৌর সদরের টেংরাখোলায় ১০ জন, পশারগাতি ২, গোবিন্দপুর ৫, বহুগ্রাম ৪, ভাবড়াশুর ১, মহারাজপুর ৭, বাটিকামারী ২, দিগনগর ৪, মোচনা ৪, জলিরপাড় ২ জন করোনায় আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তরা সকলেই মুকসুদপুর উপজেলার।
এ নিয়ে মুকসুদপুর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮০ জন এবং মৃত্যু বরণ করেছেন নয়জন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন আক্রান্তদের আইসোলেশন নেওয়ার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।