বুধবার, ০৮ মে ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন

নগরকান্দায় লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে প্রশাসন

নগরকান্দায় লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে প্রশাসন

মোঃ বাদশা মিয়াঃ
সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে ফরিদপুরের নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

২য় ধাপে করোনা আক্রান্ত রুগীর সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় সরকার লক-ডাউন ঘোষনা করেন। লকডাউনের প্রথম দিনেই প্রশাসনের কঠোর অবস্থানে দেখা গেছে। বিধি নিষেধ বাস্তবায়নে উপজেলার বিভিন্ন প্রবেশ দ্বারে চেক পোষ্ট বসিয়ে কড়াকড়ি অবস্থানে রয়েছে পুলিশ। জরুরী সেবার আওতাভুক্ত ছাড়া অন্য কেউ যাতে অপ্রয়োজনে হাট-বাজার ও রাস্তায় বের হতে না পারে সে জন্য প্রশাসন রয়েছে কঠোর অবস্থানে।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ঔষধ ও কাঁচামাল ব্যাতিত সকল ধরনের দোকান বন্ধ রয়েছে। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহলে রয়েছে। উপজেলা প্রশাসন কঠোর ভাবে বিধি নিষেধ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করছেন। প্রশাসনের সাথে সেনাবাহিনীর টহল দিতে দেখা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, ২য় ধাপে কোভিড-১৯ করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারি বিধি নিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে। প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ার আহবান জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com