রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
মোঃ বাদশা মিয়াঃ
লকডাউনের ৩য় দিন শনিবার সারাদিন ফরিদপুরের নগরকান্দায় চলছে কঠোর লকডাউন। উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী এবং থানা পুলিশের অংশ গ্রহনে বিভিন্ন বাজারের সড়কে অভিযান চালানো হয়। এ সময় জরুরী প্রয়োজনে যারা বের হয়েছেন তাদেরকে সামাজিক দুরত্ব বজায় রাখা এবং মাস্ক বাধ্যতামুলক করার পরামর্শ দেন। এছাড়া জরুরী প্রয়োজন ছাড়া বের হওয়ায় ভ্রাম্যমান আদালতে ১৯ ব্যক্তিকে ২ হাজার ৮ শত ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু,সহকারী কমিশনার (ভূমি) আহসান মাহমুদ রাসেল, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান, ক্যাপ্টেন বিধান কৃষ্ণ মন্ডল,নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ সেলিম রেজা বিপ্লব, ওসি তদন্ত জিয়ারুল ইসলাম প্রমুখ।