বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন

ব্যাংক কর্তৃপক্ষের উদাসীনতা নগরকান্দা সোনালী ব্যাংকে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

ব্যাংক কর্তৃপক্ষের উদাসীনতা নগরকান্দা সোনালী ব্যাংকে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

মোঃ বাদশা মিয়াঃ
ফরিদপুরের নগরকান্দায় সোনালী ব্যাংক কর্তৃপক্ষের উদাসিনতায় স্বাস্থ্যবিধি না মেনে চলছে কার্যক্রম। সম্প্রতি ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসের সময় কর্তৃপক্ষের উদাসিনতা দেখে মনে হচ্ছে ব্যাংকের এ শাখাটি করোনা মুক্ত।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সোনালী ব্যাংক নগরকান্দা শাখায় গিয়ে দেখা যায়, স্বাস্থ্যবিধি না মেনেই চলছে ব্যাংকের সকল কার্যক্রম। ব্যাংকের ভিতর স্বল্প জায়গায় গাদাগাদি করে সেবা নিতে এসেছেন লোকজন। দেখলে মনে হচ্ছে ব্যাংকের ভিতর এ যেন বাজার মিলছে। গ্রাহকেরা ভিতরে ডুকছে কিন্তু সেবা পেতে বিলম্ব হওয়ায় ভিড় বেড়ে যাচ্ছে। কিছুটা অসুস্থ্য অবস্থায় ব্যাংক থেকে বের হচ্ছেন সত্তরোর্ধ বয়সী মুরুব্বী। তিনি স্বস্তির নিশ্বাস ছেড়ে বলেন, ব্যাংকের স্ট্যাফদের কাজে এতো ধীরগতি যে একটি কাজে ডাবল সময় লাগাচ্ছে। ফলে ভীড় বেড়ে যাচ্ছে। কাজে ধীরগতির কারন চেক প্রতি কমিশন বানিজ্য স্ট্যাফদের একটি কৌশল বলে অনেকে মন্তব্য করেছেন। সরকারী প্রত্যেকটি দপ্তরের প্রবেশ দ্বারে হাত ধোয়ার ব্যবস্থা রাখার নিয়ম থাকলেও এ ব্যাংক ভবনের কোথাও এ ব্যবস্থা পাওয়া যায়নি। সেবা নিতে আসা অনেকেই এ প্রতিবেদককে বলেন, একেতো ব্যাংকে জায়গা কম, তারপর ঈদ সামনে মাত্র একটি কাউন্টার থেকে টাকা দিচ্ছে তাইতো এতো ভীড় হচ্ছে। শাখা ব্যবস্থাপক কাজী রেজোয়ান বলেন, আমরা স্বাস্থ্যবিধি মানার জন্য অনুরোধ করছি। কেউ মানছেন না। তাছাড়া এই শাখার ভিতরে স্বল্প জায়গা হওয়ায় ভীড় বাড়ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, ম্যানেজারের সাথে পরামর্শ করে কি ভাবে ভীড় এড়ানো যায় সেই ব্যবস্থা করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com