রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
ফ্রেন্ডস ফাউন্ডেশন-৯৭/৯৯ এর এডমিন প্যানেল কর্তৃক আয়োজিত “বন্ধুর জন্য বন্ধু-ঈদের খুশি” শিরোনামে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার নদী ভাঙ্গন কবলিত করোনার কারণে কর্মহীন ৯৭ ব্যাচের ১৫ জন অসচ্ছল বন্ধুকে ঈদের উপহার প্রদান করা হয়েছে। উপহার প্রদান কার্যক্রমে এমএম কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৯৭ সালে ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত মোঃ নজরুল ইসলাম। তিনি বক্তব্য প্রদানকালে ৯৭ ব্যাচের ছাত্রদের দ্বারা পরিচালিত এমন একটি মহৎ ও অনুকরনীয় কাজের ভূয়সী প্রশংসা করাকালে আবেগে আপ্লুত হয়ে পড়েন। ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯৭ ব্যাচের ছাত্রদের “বন্ধুর জন্য বন্ধু” স্লোগানে দুঃস্থ, কর্মহীন ও অসচ্ছল বন্ধুদের জন্য কিছু করার এ প্রচেষ্টা সারাদেশে ৯৭ সহ সব ব্যাচ অনুসরণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও তিনি ৯৭ ব্যাচসহ সকল ছাত্রছাত্রীদের সার্বিক মঙ্গল ও এ ধরণের মহতী কাজের ধারাবাহিকতা রক্ষার জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া করেন।
এর আগে পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর সভাপতির বক্তব্যে ফ্রেন্ডস ফাউন্ডেশন-৯৭/৯৯ এর গ্রুপ ক্রিয়েটর এন্ড চীফ এডমিন হিসেবে আমি Esmail Hossain ফাউন্ডেশন তৈরীর লক্ষ্য, উদ্দেশ্য এবং পরিচালনা পর্ষদ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করি। ফ্রেন্ডস ফাউন্ডেশন-৯৭/৯৯ এর মডারেটর Suchana Sarker এর সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনায় গ্রুপের অন্যতম এডমিন Mamun Rahman গ্রুপের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন এবং প্রদানকৃত প্যাকেজ এর উপহার সামগ্রী সম্পর্কে ধারনা প্রদান করে।
ঈদ-উল-আজহা, করোনা এবং বন্যা কালীন সময়ে স্থানীয় চাহিদার প্রতি লক্ষ্য রেখে প্রস্তুতকৃত প্রতিটি প্যাকেজে ছিল ফ্রেন্ডস ফাউন্ডেশন-৯৭/৯৯ এর লোগো প্রিন্টকৃত একটি টি শার্ট, ঈদ-উল-আজহা উপলক্ষে ২ কেজি গরুর মাংস, পোলাওয়ের চিনিগুড়া চাল ২ কেজি, সয়াবিন তেল ১ লিটার, চিকন লবণ ১ কেজি, চিকন মসুর ডাল ৫০০ গ্রাম, শুকনো খাবার হিসেবে মুড়ি ১ প্যাকেট, বড় এলাচি বিস্কুট ৩ প্যাকেট, বোম্বে চানাচুর ২০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, লাইফবয় সাবান বড় ১ টি, ডিটারজেন্ট পাউডার ২৫০ গ্রাম, খাবার স্যালাইন ২৫ প্যাকেট, প্যারাসিটামল ২০ পিস, মাক্স এবং উপহার সামগ্রী পরিবহনের জন্য ব্যাগ ১ টি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখে বন্ধু এমএম কেজি স্কুলের পরিচালক মোঃ আতিকুর রহমান, আরশাদ আলী। অনুষ্ঠান চলাকালীন সময়ে গ্রুপে লাইভ দেখানো হয়। বিভিন্ন সময় অনুষ্ঠানের প্রস্তুতি এবং অন্যান্য বিষয়ে খোঁজ খবর নেন James Tapan Sarker, Shoma Alam Farzana Sultana , Rofik,Kamrun Nahar, Rofik , Shaikh Firoj , Doli Tulip সহ অনেক বন্ধু।
সবশেষে এডমিন প্যানেল এবং এর বাইরে যে বন্ধুরা আর্থিকসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায়ু, নিরাপদ জীবন ও সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।