রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
মোঃ বাদশা মিয়াঃ
ফরিদপুরের নগরকান্দায় লকডাউন ঘোষণা করেন নগরকান্দা উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় ২৪ জুলাই শনিবার কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় নগরকান্দা বাজার, পুরাপাড়া বাজার ও চাঁদহাট বাজারে লকডাউনের মধ্যে দোকান খোলা রাখায় ৬ টি মামলায় ৭ হাজার ৩’শত টাকা জরিমানা করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেতী প্রু। এ সময় ইউএনও জেতী প্রু বলেন সংক্রমন রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ ২৪ এর ১ ধারায় অপরাধ করায় ২৪ এর ২ ধারায় বিভিন্ন মেয়াদে জরিমানা করা হয়েছে। সেই সাথে সবাইকে মাস্ক ব্যবহার করা সামাজিক দুরত্ব বজায় রাখার অনুরোধ করেন।