রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর পৌর সদরে ওএমএস ডিলারের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের জন্য ৩০ টাকা কেজি দরে চাউল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি শুরু হয়েছে। মুকসুদপুর পৌর সদরের তিনটি স্থানে নির্ধারিত ডিলারদের কাছ থেকে সুবিধাভোগিরা ৩০ টাকা কেজি দরে চাউল ও ১৮টাকা কেজি দরে আটা পাবে।
সোমবার বেলা ১১ টায় চৌরঙ্গী বটতলা রোডে ওএমএস এর চাউল বিক্রি শুরু হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর মোল্যা, ওএমএস ডিলার সুমন মীর প্রমুখ।
জন প্রতি ৫ কেজি করে চাউল ও ৩ কেজি করে আটা বিক্রি করা হবে বলে জানান মুকসুদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ হানিফ।